ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

বজ্রপাত
বজ্রপাত। ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সীমান্তবর্তী পোরশা উপজেলার দুয়ারপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই কৃষক হলেন- উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

universel cardiac hospital

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন আব্দুস সামাদ ও আব্দুর নূহ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্য কৃষক ও শ্রমিকরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মৃত দুই কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

শেয়ার করুন