হাসান শেখ মোহাম্মদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট

মত ও পথ ডেস্ক

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। ছবি : ইন্টারনেট

সোমালিয়ার আইনপ্রণেতারা নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির নেতা হাসান শেখ মোহাম্মদকে বেছে নিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর রোববার হর্ন অব আফ্রিকার দেশটি নতুন প্রেসিডেন্ট পেল। খবর আলজাজিরার।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হাসান শেখ মোহাম্মদ কঠোর নিরাপত্তার মধ্যে মোগাদিশুতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন।

universel cardiac hospital

সোমালিয়ার পার্লামেন্টের স্পিকার শেখ আদান মোহাম্মদ নূর মাদোবি জানান, নির্বাচনে ৩৬ জন প্রার্থী ছিলেন। এতে শেখ মোহাম্মদ পেয়েছেন ৩২৭ ভোটের মধ্যে ২১৪টি। অপরদিকে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মুহাম্মদ পেয়েছেন ১১০ ভোট।

আব্দুল্লাহি মুহাম্মদ পরাজয় স্বীকার করে নিয়ে বলেন, পার্লামেন্টে যারা আমাকে ভোট দিয়েছেন ও দেননি তাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শেখ মোহাম্মদ শপথ গ্রহণ করেন। আব্দুল্লাহি মুহাম্মদকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান।

এ নির্বাচন এক বছর ধরে চলা রাজনৈতিক সংকটের ইতি ঘটাবে বলে অনেকের ধারণা।

শেয়ার করুন