আমার ডানা কাটা হয়েছে: এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ফাইল ছবি

এখন থেকে কোনো কারিগরি প্রকল্পের ব্যয় ৫০ কোটি টাকা ছাড়ালে তা অনুমোদন করতে পারবেন না পরিকল্পনামন্ত্রী। এ ধরনের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করতে হবে। এত দিন কারিগরি প্রকল্পের খরচ যত টাকাই হোক না কেন, পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে প্রি-একনেক সভায় অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ক্ষমতা কমানো হয়।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাসতে হাসতে বলেন, আমার ক্ষমতা কমানো হয়েছে, আমার ডানা কাটা হয়েছে।

বর্তমানে ৫০ কোটি টাকার বেশি খরচের যেকোনো প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় উত্থাপন করতে হয়। ৫০ কোটি টাকার কম খরচের প্রকল্প হলে পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-একনেক সভায় ওই প্রকল্প অনুমোদন করা সম্ভব হয়। এত দিন কারিগরি প্রকল্পের ক্ষেত্রে কোনো সীমা ছিল না। সেটির সীমা নির্ধারণ করে দেওয়া হলো।

শেয়ার করুন