৩০ বছর পর ফ্রান্সে নারী প্রধানমন্ত্রী

মত ও পথ ডেস্ক

এলিজাবেথ বর্নি
এলিজাবেথ বর্নি। ফাইল ছবি

ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এর মধ্য দিয়ে ৩০ বছরের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন।

গার্ডিয়ান জানায়, সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বর্নি।

universel cardiac hospital

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে এলিজাবেথ বোর্ন বলেন, ‘আমার এই নিয়োগ আমি ফ্রান্সের ছোট ছোট মেয়েদের উৎসর্গ করছি। তাদের বলতে চাই, নিজের স্বপ্নকে অনুসরণ করে যাও। কোন বাঁধাই আমাদের সমাজে নারীর অবস্থানের জন্য লড়াইকে থামাতে পারবে না।’

তার আগে একমাত্র নারী হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ইদিথ ক্রেসোঁ। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর আমলে ১৯৯১ এর মে থেকে ১৯৯২ এর এপ্রিল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি।

শেয়ার করুন