তাইজুলের জোড়া আঘতে ফিরলেন কুশল-ম্যাথিউস

ক্রীড়া ডেস্ক

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম। সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টে শেষ দিনে রোমাঞ্চের আশায় বাংলাদেশ। বুধবার চতুর্থ দিনের একেবারে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার ২ উইকেট উইকেট তুলে নিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখেন তাইজুল ইসলাম।

বৃহস্পতিবার শেষ দিনের শুরু থেকেই সাকিব-তাইজুলরা যদি শ্রীলংকাকে কম রানে গুঁড়িয়ে গিতে পারেন তাহলে রোমাঞ্চকর জয়র সুবর্ণ সুযোগ থাকছে মুমিনুল হকদের সামনে।

কিন্তু সেই আশায় বাঁধা হয়ে দাঁড়িয়েছিরেন লঙ্কান ব্যাটার কুসল মেন্ডিস। মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের বোলারদের সফল হতে দেননি মেন্ডিস ও অধিনায়ক করুণরত্নে। ১৩.৫ ওভার। লঙ্কানরা তুলে ফেলে ৬৭ রান।

দিনের ১৫ আর দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারে গিয়ে সফল হয়েছে বাংলাদেশ। পানি পানের বিরতির পর দ্বিতীয় বলেই আগ্রাসী কুসল মেন্ডিসকে বোল্ড করে দিলেন তাইজুল ইসলাম। এর পর প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস শুন্য রানে ফেরান তাইজুল।

৩২তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন মেন্ডিস। কিন্তু লেংথে পড়ে টার্ন করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। ব্যাট পেরিয়ে বেরিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে মেন্ডিসের অফ স্টাম্পে ছোবল দেয় বল। অবাক হয়ে যান মেন্ডিস, উল্লাসে মাতে বাংলাদেশ।

৪৩ বলে ৪৮ রান করে ফিরলেন মেন্ডিস। তার ইনিংসটি গড়া ৮ চার ও এক ছক্কায়। ৩৭তম ওভারে ফের লঙ্কান শিবিরে তাইজুলের আঘাত। এবার ম্যাথিউসের তুলে দেওয়া বল নিজেই ক্যাচ নিলেন তাইজুল।

এ রিপোর্ট লেখার সময় ৩৯ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ১১৪ রান। ১১৮ বলে ৪২ রানে খেলছেন দিমুথ করুনারত্নে। উইকেটে তার সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভা।

শেয়ার করুন