সুনামগঞ্জে উদীচীর সভাপতি শীলা রায়, সম্পাদক জাহাঙ্গীর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ১৩তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আজ শুক্রবার বিকেলে কাউন্সিল অধিবেশনে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী শীলা রায়কে সভপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জ প্রবীণ বাউলশিল্পী ফকির মকরম আলী শাহ। এরপর শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উদ্বোধনী আলোচনায় সভা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ রাজনীতিক রমেন্দ্র কুমার দে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল আহসান, ঢাকা মহানগর শাখার সভাপতি নিভাস দেব, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, শাল্লা উপজেলা শাখার সভাপতি তরুণ কান্তি দে, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মণ, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশন হয়।

শেয়ার করুন