ইউক্রেন যুদ্ধ শেষ হবে কূটনৈতিক সমঝোতায়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধ সমাধানের একমাত্র উপায় হচ্ছে কূটনীতি। ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধের শেষ হবে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে। যুদ্ধ রক্তাক্ত, কিন্তু এর সমাধান কূটনীতিতেই দেখছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। তবে তা কী উপায়ে হবে, জানি না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বা তাদেরকে ছাড়া একটি বৃহত্তর গোষ্ঠীর মাধ্যমে এমনকি প্রেসিডেন্ট পর্যায়েও আলোচনা হতে পারে।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, এমন কিছু বিষয় আছে, যা শুধু আলোচনার টেবিলে পৌঁছানো যায়। আমরা চাই, সবকিছু ফিরে আসুক (আগে যেমন ছিল), কিন্তু রাশিয়া তা চায় না। আলোচনার ফলাফল বৈঠকের সময় অনুসারে ভিন্ন হতে পারে, তবে তা ইউক্রেনের জন্য ন্যায্য হতে হবে।

শেয়ার করুন