নর্থ সাউথের চার ট্রাস্টির জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা সংক্রান্ত অর্থ আত্মসাতের মামলায় ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিনের শুনানি হবে আজ রোববার। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিনের আবেদনটি আজকের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে।

এর আগে বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার শুনানির দিন ঠিক করেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার এই চার জনের আগাম জামিনের শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার পর্যন্ত তা মুলতুবি করেছিলেন হাইকোর্ট।

ট্রাস্টি বোর্ডের চার সদস্য হলেন- মোহাম্মদ শাহজাহান, এমএ কাশেম, বেনজীর আহমেদ ও রেহানা রহমান।

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অন্য আসামিরা হলেন- বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন মো. হিলালী।

শেয়ার করুন