খোলাবাজারে ডলারের দাম কমতির দিকে

নিজস্ব প্রতিবেদক

ডলার
ফাইল ছবি

দ্রুত গতিতে বাড়তে থাকা মার্কিন ডলারের দাম এবার কমতে শুরু করেছে। বেশ কয়েকদিন ডলারের বিপরীতে টানা টাকার মান কমার পর এবার ডলারের দাম কমতে শুরু করেছে।

লাগাতার টাকার মান কমার পর সোমবার খোলা বাজারে ডলারের মূল্য কমেছে বলে জানিয়েছে মানি এক্সচেঞ্জগুলো। এদিন রাজধানীর গুলশান-২, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে খুচরা ডলার ৯৭ টাকা ৭০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে, কয়েকদিন আগেও ১০২ থেকে ১০৪ টাকায় বিক্রি হয়।

universel cardiac hospital

পাইওনিয়ার মানি এক্সচেঞ্জের স্বত্তাধিকারী বলেন, ডলার বিক্রি করছি ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায়। তবে আজ ডলার কিনিনি। গত দুই দিনের চেয়ে বাজার নিম্নমুখী। অনেকে লাভের আশায় গত কয়েক দিনে অনেক ডলার কিনে এখন লোকসানে পড়েছেন।

হক মানি এক্সচেঞ্জের স্বত্তাধিকারী জানান, মঙ্গলবার বাজারে ডলার বিক্রি করছি ৯৭ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৯৮ টাকা পর্যন্ত। দিন দিন ডলারের দাম কমে যাচ্ছে। এতে মানি এক্সচেঞ্জাররা লোকসানে পড়ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের দাম আরো কমতে পারে। তবে বেশি কমলে আমরা অনেক বড় লোকসানে পড়ব। হঠাৎ ডলারের চাহিদা বাড়ায় আমরা সে অনুযায়ী অনেক বেশি ডলার কিনে রেখে এখন অনেকটা লোকসানের মুখ দেখছি। বর্তমানে একটু কম বেচা-কেনা হচ্ছে।

এর আগে ডলারের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেছিলেন, ‘আমদানি চাপের কারণে চাহিদা বাড়ায় ডলারের দাম বেড়েছে।’

আন্ত ব্যাংক মুদ্রাবাজারে মঙ্গলবার এক ডলারের জন্য ৮৭ টাকা ৫৩ পয়সা খরচ করতে হয়। বৃহস্পতিবারও এই একই দামে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে খোলাবাজারে এখনো বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের তুলনায় বেশি দামে ডলার কেনাবেচা চলছে।

শেয়ার করুন