ইউক্রেন যুদ্ধে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল

মত ও পথ ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলায় বাস্তুচ্যুতরা
ইউক্রেনে রাশিয়ার হামলায় বাস্তুচ্যুতরা । ছবি : ইন্টারনেট

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

universel cardiac hospital

ইউএনএইচসিআরপ্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার জানান, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ কারণেই প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে ইউএনএইচসিআর বলেছে, এই বিশাল সংখ্যা যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে।

যুদ্ধের ফলে রেকর্ডসংখ্যক মানুষ নিজের ঘড়বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ধারণা করা হয়, রাশিয়ার হামলায় ইউক্রেন ছেড়েছেন ৬০ লাখের বেশি মানুষ।

জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যাকে ‘ওয়েকআপ-কল’ উল্লেখ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

এর আগে গত সপ্তাহে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের (এনআরসি) প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ২০২১ সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ।

ওই প্রতিবেদন প্রকাশের সময়ই ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

শেয়ার করুন