ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক উদ্বেগের, এশিয়ার মিত্রদের বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর এশিয়ার মিত্রদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে আমাদের সমসাময়িক ইতিহাসে বিশ্ব এখন কঠিন সময় পার করছে।

তিনি বলেন, যুদ্ধটি এখন ‘বৈশ্বিক ইস্যু’ হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

বাইডেনের মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, একই ধরনের আগ্রাসন এশিয়ায় ঘটা উচিত না।

এদিন কৌশলগত জোট কোয়াড সম্মেলনের অংশ হিসেবে বাইডেন জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে টোকিওতে বৈঠক করেন। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের এটি প্রথম এশিয়া সফর।

উদ্বোধনী বক্তব্যে বাইডেন জানান, তাঁদের বৈঠক হলো গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র বিষয়ে এবং আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, আমরা তা দিয়েছি।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বের সব অংশকে প্রভাবিত করতে যাচ্ছে। এ ছাড়া এটি বিশ্ব খাদ্য সংকটকেও তরান্বিত করছে।

শেয়ার করুন