দক্ষিণ ইউক্রেনের বাসিন্দাদের জন্য রাশিয়ার নাগরিকত্ব নিয়ম শিথিল

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ইউক্রেনের বাসিন্দাদের জন্য নাগরিকত্ব নিয়ম শিথিল করেছে রাশিয়া। এ বিষয়ে একটি আদেশে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণের শহর জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের জন্য রুশ নাগরিকত্ব হস্তান্তর প্রক্রিয়া সহজ করতে এক আদেশে সই করেছেন ‍পুতিন।

universel cardiac hospital

আগ্রাসন শুরুর পর থেকে খেরসন হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর, যার নিয়ন্ত্রণ নিতে পেরেছে মস্কো। জাপোরিঝঝিয়া এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আশপাশের বহু এলাকা রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এরপর দ্রুত গতিতে রাজধানী কিয়েভের দিতে এগোতে থাকেন রুশ সেনারা। কিন্তু হঠাৎ ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া।

এমন পরিস্থিতিতে দোনবাস ও দক্ষিণ ইউক্রেন দখলে নেওয়ার উচ্চাকাঙক্ষার কথা জানায় মস্কো। এরপর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল দখলে নিয়েছেন রুশ সেনারা। এর মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করেছে।

শেয়ার করুন