নজরুল জয়ন্তীতে জাতীয় পর্যায়ের তিনদিনের কর্মসূচির উদ্বোধন কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি

কবি কাজী নজরুল ইসলাম
কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপনে তাঁর স্মৃতিবিজড়িত কুমিল্লায় আয়োজিত জাতীয় পর্যায়ের তিনদিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গণে (টাউন হল) আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

universel cardiac hospital

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি সচিব আবুল মনসুর। স্মারক বক্তৃতা করেন অধ্যাপক ও নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি), কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান এবং কবিপৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যনাট্যসহ ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন