আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে নির্বাচিত হলেন তেদরোস আধানোম গেব্রিয়াসুস। সংস্থাটি জানিয়েছে, আরও পাঁচ বছরের জন্য জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে অনুষ্ঠিত হওয়া ভোটের ফল ঘোষণা করেন দি জিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ। তবে গেব্রিয়াসুস একমাত্র প্রার্থী হওয়ায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন। খবর এএফপির।
পুনর্নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে তেদরোস বলেন, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ও সংস্থার উন্নয়নের ওপর জোর দেবে ডব্লিউএইচও।
তিনি বলেন, এই মহামারি খুবই নজিরবিহীন। অনেক শিক্ষা দিয়েছে এবং আমরা শিখছি। ইউক্রেন সংকট নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি।