কালুরঘাট রেলসেতু বন্ধ থাকবে ৮ ঘণ্টা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেলসেতু সংস্কারের জন্য আট ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করবে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী (সেতু) মো. আবরার হোসেন বলেন, কালুরঘাট সেতু অনেক পুরোনো। এ জন্য নিয়মিত সংস্কার করা লাগে। এর অংশ হিসেবে আজ রাতে আবার সংস্কারকাজ করা হবে। তবে তা তেমন বড় কোনো সংস্কারকাজ না।

৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০০৪ ও ২০১২ সালে দুইদফায় সেতুটি সংস্কার করেছিল রেলওয়ে।

শেয়ার করুন