প্রতীক পেলেন কুসিকের প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জুমার নামাজের পর প্রচারণায় নামবেন তারা।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ মেয়র প্রার্থীসহ মোট ১৪৭ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রথমে পাঁচ মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরপর অন্যদের প্রতীক বরাদ্দ শুরু হয়।

universel cardiac hospital

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র) পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র) পেয়েছেন ঘোড়া প্রতীক, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র) পেয়েছেন হরিণ প্রতীক ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। নিয়ম অনুযায়ী প্রার্থীদের সঙ্গে পাঁচজন করে কর্মী সমর্থকরা আসছেন প্রতীক নিতে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থীর পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ সাংবাদিকদের বলেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারে নামব। বিজয় নিয়ে ১৫ জুন ঘরে ফিরব।

দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছি আমি। কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ এবারও বিজয়ের হাসি হাসব।

এবার কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

শেয়ার করুন