মিরপুরে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়াই করে যাচ্ছে সাকিব-লিটন। প্রথম ইনিংসে অপরাজিত মুশফিকুর রহিম প্রথম সেশনেই ৩৯ বলে ২৩ রান করে আউট হয়ে যান। শ্রীলঙ্কার বোলার কাসুন রাজিথার বলে আউট হয়ে যান মুশফিক।
অন্যদিকে রিভিউ আবেদনে এ যাত্রায় রক্ষা পেয়েছেন লিটন দাস। কাসুন রাজিথার বলে লিটন দাসকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন আম্পায়ার জোয়েল উইলসন। কিন্তু রিভিউতে দেখা যায়, ব্যাটে নয়, বল লেগেছে তার প্যাডে। ফলে, এ যাত্রায় রক্ষা পেয়েছেন লিটন। সাকিবকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৬ রান। ৯৫ বলে লিটন দাসের সংগ্রহ ৩৬ রান। আর ২৫ বলে সাকিবের সংগ্রহ ৩০ রান।