গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক স্টেশন এলাকায় লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর বঙ্গবন্ধু সেতু রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মৌচাক স্টেশন এলাকায় ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে মেইন লাইন ব্লক থাকায় ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রাতেই দুর্ভোগে পড়া ট্রেনের যাত্রীরা অনেকেই বিকল্প উপায়ে নিজেদের গন্তব্যে রওনা দেন।
রেলওয়ে সূত্র বলছে, দুর্ঘটনার পর রাতেই ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ভোর ৭টায় ইঞ্জিন ও বগির উদ্ধার কাজ শেষ হয়। কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।