গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শহীদ মিনারে রাখা হবে দুপুরে

নিজস্ব প্রতিবেদক

আবদুল গাফ্‌ফার চৌধুরী
আবদুল গাফ্‌ফার চৌধুরী। ফাইল ছবি

সাংবাদিক, কথাসাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তাঁর প্রতি গার্ড অফ অনার প্রদান করা হবে।

এর আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ আজ বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২ যোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে মরদেহ আনা হবে। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা এবং সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

শেয়ার করুন