ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে আজ শনিবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউনও দিচ্ছেন তারা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েক নেতাকর্মীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
সেখানে যাওয়ার পথে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রলীগ৷ পরে দোয়েল চত্বর ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সর্বশেষ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।