রাশিয়া ঘিরে খেলা বন্ধ করুন: পশ্চিমাদেরকে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

রাশিয়াকে নিয়ে ‘খেলা’ বন্ধ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে যুদ্ধ বন্ধে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার হামলার শুরু থেকেই পশ্চিমাদের কাছ থেকে বিপুল সামরিক ও মানবিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এরপরও সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সমালোচনায় বেশ মুখর হয়েছেন জেলেনস্কি। কারণও অবশ্য রয়েছে। এর একটি হলো, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধের ঘোষণা দিতে গড়িমসি করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বিপর্যয়ের যেসব ঘটনা সামনে এসেছে, তা থামানো যেত, যদি ইউক্রেন যে পরিস্থিতিতে আছে, একই পরিস্থিতিতে নিজেরা আছে বলে মনে করত বিশ্বের দেশগুলো। যদি পরাশক্তিগুলো রাশিয়াকে নিয়ে না খেলা করত, আর যুদ্ধ বন্ধের জন্য চাপ দিত।

এ সময় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে ইইউ দেশগুলোর মতভেদ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, নিষেধাজ্ঞার পরিকল্পনায় বাধা দিতে কেন কয়েকটি দেশকে সুযোগ দেওয়া হচ্ছে?

শেয়ার করুন