২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের পর্যটন নগরী পোখারা থেকে জমসনগামী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির বেসরকারি মালিকানার ছোট এই উড়োজাহাজটিতে ২২ জন আরোহী ছিলেন।

নেপাল সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৯.৫৫ মিনিটে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি বার্তা সংস্থাটি।

universel cardiac hospital

ওই ছোট বিমানটি রাজধানী কাঠমাণ্ডুর উত্তর পশ্চিমে ২০০ কিলোমিটার দূরের পর্যটন শহর পোখারা থেকে রাজধানীর উত্তর পশ্চিমের ৮০ কিলোমিটার দূরের শহর জমসমের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

একজন বিমান কর্মকর্তা জানিয়েছেন, ওই বিমানে ১৩ জন নেপালী, চারজন ভারতীয় এবং দুইজন জার্মানি এবং তিনজন ক্রু ছিলেন।

ওই এলাকার জেলা কর্মকর্তা জানান, খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারা স্থানীয় জনগণকে নিয়ে বিমান দুর্ঘটনার স্থান শনাক্তের চেষ্টা করছেন। আবহাওয়ার উন্নতি হলে সেখানে হেলিকপ্টারের টহল দেওয়া হবে।

যে এলাকায় বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেখানে কোনো মনুষ্যবসতি নেই।

প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।

শেয়ার করুন