যশোরে পানিতে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

পানিতে ডুবে
ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো সুমাইয়া খাতুন (৯), তমা খাতুন (৮) ও হোসাইন (৬)। তাদের মধ্যে সুমাইয়া খাতুন বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে। তমা খাতুন একই গ্রামের হারুণ মোল্লার মেয়ে এবং হুসাইন আবু সাঈদ মোল্লার ছেলে।

universel cardiac hospital

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ উদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে যায়। পরে ওই তিন শিশু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে তাদের জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে পানিতে নেমে খোঁজাখুঁজি করলে পর্যায়ক্রমে তিন শিশুকে উদ্বার করা হয়। তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন