সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সোমবার থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে গত মার্চে শেষবারের মতো এ বিষয়ে আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি।খবর আনাদোলুর।
জাতিসংঘের মধ্যস্থতায় এ আলোচনায় সিরিয়ার সাংবিধানিক কমিটির সঙ্গে বসেছে বিরোধী দলগুলো।
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জেনেভায় এ নিয়ে ৮ম দফায় আলোচনায় বসেছে দেশটির বিবদমান দলগুলো। এ দফায় বাশার আল আসাদের ক্ষমতাসীন দল থেকে ১৫ সদস্যের একটি দল অংশ নিয়েছে।
এর আগে সিরিয়া নিয়ে জেনেভায় গত ২৫ মার্চ সর্বশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল।