আজ থেকে সুন্দরবনে ভ্রমণ ও মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন
সুন্দরবন। ফাইল ছবি

জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবনে ভ্রমণ ও মাছ শিকারে টানা তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন বিভাগের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ বুধবার থেকে। নিষেধাজ্ঞার আওতায় সুন্দরবনে প্রবেশে সব ধরনের অনুমতিপত্র বন্ধের পাশাপাশি এই সময়ে বনের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। এ বছর মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে করা হয়েছে।

universel cardiac hospital

খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধের সময়ে বনের নিরাপত্তা জোরদার করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবনে প্রবেশের সব ধরনের অনুমতি বাতিল করা হয়েছে। মৎস্যসম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি এ নিষেধাজ্ঞায় বনের গাছপালা ও জীববৈচিত্র্যের জন্য সহায়ক হবে।

শেয়ার করুন