পিএসজি ছাড়ার গুঞ্জনে পানি ঢাললেন নেইমার

ক্রীড়া ডেস্ক

নেইমার
ফাইল ছবি

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার সব কিছুই চূড়ান্ত ছিল। কিন্তু রিয়াল যে প্রস্তুাব দিয়েছিল, তার চেয়ে বেশি টাকায় এমবাপ্পেকে রেখে দিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটিতে নেইমারের মাসিক বেতন ৪ মিলিয়ন ইউরো।

নতুন চুক্তি অনুযায়ী এমবাপ্পের বেতন নেইমারের দিগুণেরও বেশি। তাই কয়েকদিন আগে গুঞ্জন ওঠে খরচ কমাতে এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি। তবে সেই গুঞ্জনে নেইমার নিজেই পানি ঢেলে দিয়েছেন। পিএসজির সঙ্গে আরও তিন বছর চুক্তি আছে এ ফরোয়ার্ডের।

universel cardiac hospital

বর্তমান ব্রাজিল দলের সঙ্গে থাকা নেইমার ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিতে থাকার কথাই বলেছেন, ‘আমার লক্ষ্যটা আগের মতোই; সম্ভব সব ট্রফি জেতা। ভালো খেলা এবং বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা আমার স্বপ্ন। আগামী মৌসুমে এ দুটি আমার প্রধান লক্ষ্য। প্যারিসের সঙ্গে থেকেই আমি ট্রফি জিততে চাই। অন্য কোনো চয়েজ নেই। আমি পিএসজিতেই থাকতে চাই।’

শেয়ার করুন