দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন৷ ১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম।
মানিক মিয়া ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদের পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে রূপান্তরিত হয়।
রাজনৈতিক জগতে মানিক মিয়া ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগী। ঘনিষ্ঠ ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক পত্রিকা আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর কারাভোগ করেন।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তিনি ছদ্মনামে পত্রিকায় নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। ১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইন্তেকাল করেন।
মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে আজ বুধবার সকাল ৭টা থেকে আজিমপুর কবরস্থানে প্রয়াতের কবরে কোরআনখানি ও ১০টায় মোনাজাতের আয়োজন করা হয়েছে। তাঁর জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর বাসভবনে বাদ এশা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীর ১, আর কে মিশন রোডে মানিক মিয়া ফাউন্ডেশনের আয়োজনে বেলা সাড়ে ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জেপির উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মানিত অতিথি থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও মনজুরুল আহসান বুলবুল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মানিক মিয়া পরিষদ’ আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ১৮/১, তোপখানা রোডে এবং ‘বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা’ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করেছে।