পরীমণিকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না

বিনোদন প্রতিবেদক

পরীমনি
পরীমনি। ফাইল ছবি

শারীরিক অবস্থা বিবেচনায় আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে মাদক মামলায় সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

আজ পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত পরীমণির মা হওয়ার বিষয়টি সামনে এনে এ অবস্থায় সশরীরে আদালতে হাজিরা দিতে না পারার বিষয়ে আদালতের আদেশ চেয়ে আবেদন করেছিলেন।

universel cardiac hospital

তার আগে নীলাঞ্জনা রিফাত বাদীকে জেরা করেন। শুনানির তারিখ থাকায় এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন।

জেরায় বিবাদীপক্ষ মামলার বাদী র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানকে পরীমনির বাসা থেকে মাদক উদ্ধারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

জেরা শেষে আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

শেয়ার করুন