টানা ৬ কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার। নমুনা ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা ৬ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার।

এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার ধারা অব্যাহত থাকায় লেনদেনের ৪০ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান সূচক ৫৭ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরই বদলাতে থাকে চিত্র। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় স্থান করে নেয়।

ফলে লেনদেনের প্রথম ৪০ মিনিটে যেখানে মাত্র ৩৬টি প্রতিষ্ঠান দাম কমার তালিকায় ছিল, সেখানে দিনের লেনদেন শেষে প্রায় দেড়শ প্রতিষ্ঠানের দরপতন হয়। তবে এরপরও প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী থেকেই দিনের লেনদেন শেষ হয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৫১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার। আগের দিন লেনদেন হয় ৭৪৩ কোটি ১২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ৩৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডিকম, রিং সাইন টেক্সটাইল, ফু-ওয়াং ফুড এবং জিএসপি ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৫ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০২টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন