যুক্তরাষ্ট্রের কারাগারে কলাম্বিয়ার ‘মাদক সম্রাটের’ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কলাম্বিয়ার এক সময়ের শক্তিশালী মাদক পাচার চক্র ‘কালি’র প্রধান গিলবার্তো রদ্রিগেজ ওরেজুয়েলা যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছেন। খবর বিবিসি অনলাইনের।

একটা সময় গিলবার্তো বিশ্বের কোকেন বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। কলাম্বিয়ান ‘মাদক সম্রাট’ পাবলো এসকোবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। গিলবার্তো রদ্রিগেজের বয়স হয়েছিল ৮৩ বছর। অন্য প্রতিদ্বন্দ্বী ও আইনের চেয়ে সব সময় এক ধাপ এগিয়ে থাকতেন বলে দাবাড়ু নামেও পরিচিত ছিলেন তিনি।

universel cardiac hospital

তবে ১৯৯৫ সালে এসে ভাগ্যের কাছে হেরে যান গিলবার্তো রদ্রিগেজ। ওই বছরেই কলাম্বিয়ায় গ্রেপ্তার হন তিনি। ২০০৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

গিলবার্তো রদ্রিগেজে নর্থ ক্যারোলাইনার কারাগারে ৩০ বছরের সাজা ভোগ করছিলেন। তাঁর পরিবার বলছে, গত মঙ্গলবার অসুস্থ হয়ে সেখানে তিনি মারা যান।

ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে থাকার সময় গিলবার্তো রদ্রিগেজ তাঁর ভাই মিগুয়েল রদ্রিগেজকে নিয়ে কালি নামের ওই শক্তিশালী মাদক পাচার চক্রটি চালাতেন।

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) তথ্যানুযায়ী, গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি বিশ্বের মোট কোকেন বাণিজ্যের ৮০ শতাংশ ছিল কালির।

১৯৯৩ সালে কলাম্বিয়ার মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবার পুলিশের হাতে নিহত হওয়ার পরই কোকেন বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ পায় কালি।

পাবলো এসকোবারের মেডেলিন সহিংসতার জন্য কুখ্যাত হলেও গিলবার্তো আর মিগুয়েল রদ্রিগেজ নিজেদের ‘দায়িত্ববান ব্যবসায়ী’ হিসেবে তুলে ধরেছিলেন।

শেয়ার করুন