এজেন্সির সহায়তা ছাড়াই ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা

মত ও পথ ডেস্ক

সীমিত মুসল্লি নিয়ে হজ / ওমরাহ
প্রতীকী ছবি

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য এখন থেকে কোনো এজেন্সির সহায়তা লাগবে না। ওমরাহর জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

universel cardiac hospital

গতকাল বৃহস্পতিবার হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন,‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।’

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী আর বলেন, ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সকল মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন। আর ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এক মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে দেওয়া হবে।

দেশটিতে করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে আসার পর চলতি বছর দশ লাখ মানুষ হজ করবেন। মোট হজ পালনকারীদের ৮৫ শতাংশ (সাড়ে আট লাখ) মানুষ বাইরের দেশ থেকে আসবেন। আর বাকিরা দেশটির নাগরিক।

প্রত্যেক হজ যাত্রীর স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য কাজ করছে বলেও জানান হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

শেয়ার করুন