জাতীয় বৃক্ষমেলা শুরু রোববার, উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা

বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২। করোনাকালে দুই বছর বন্ধ থাকার পর পুনরায় এবার জাতীয় বৃক্ষমেলার আয়োজন হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ৫ জুন, রোববার থেকে শুরু হওয়া এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে এখন পুরোদমে চলছে বৃক্ষমেলার প্রস্তুতি। নানা জাতের ফুল গাছ, ফল গাছ, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা এনে রাখা হচ্ছে স্টলগুলোতে। স্টলগুলো আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন আয়োজনে সাজানো হচ্ছে।

universel cardiac hospital

ঢাকা সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আবু তারেক খন্দকার বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৪ তারিখ বিকেলের মধ্যে পুরো মাঠ প্রস্তুত হবে। এবার মোট ১১০টি স্টল থাকছে। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হবে। এক মাসব্যাপী এ বৃক্ষমেলায় থাকছে না কোনো প্রবেশমূল্য। মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

শেয়ার করুন