বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের মুখে শিক্ষককে বদলি

বগুড়া প্রতিনিধি

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে এক ছাত্রী নিজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানের কাছে যৌন হেনস্তার লিখিত অভিযোগ করার পর এক বছরেও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের মুখে পাওয়ার বিভাগের ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। তার নাম হাফিজুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করে প্রজ্ঞাপন জারি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ জুনের মধ্যে হাফিজুর রহমানকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

universel cardiac hospital

আন্দোলনরত শিক্ষার্থী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পাওয়ার বিভাগের চিফ ইন্সট্রাক্টর হাফিজুর রহমানের বিরুদ্ধে বছরখানেক আগে একই বিভাগের এক ছাত্রী যৌন হেনস্তার অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে অশ্লীল ইঙ্গিত করে আধা ঘণ্টার জন্য বাসায় ডাকা, শ্রেণিকক্ষে বাসর রাতের গল্পের বর্ণনা, পর্ন তারকাকে নিয়ে আলোচনাসহ নানা অভিযোগ আনা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান ওই ছাত্রীকে মানসিক নির্যাতন করে আসছিলেন। এত দিনেও ব্যবস্থা না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ১৮ এপ্রিল অধ্যক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ দেন।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইম জাহান বলেন, পাওয়ার বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সুপারিশ পাঠানো হয়েছিল।

আবু সাইম জাহান আরও বলেন, শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত শিক্ষককে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার করুন