বন্দুক নিয়ন্ত্রণে আইন চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় প্রাণহানির ঘটনা এখন প্রায়ই ঘটছে। বিভিন্ন মহল থেকে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে। এর প্রতি ডেমোক্র্যাট নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সমর্থনের কথাই জানালেন। হোয়াইট হাউস থেকে গত বৃহস্পতিবার সরাসরি প্রচারিত এক বক্তৃতায় বাইডেন বলেন, যথেষ্ট হয়েছে।

তিনি মার্কিন কংগ্রেসকে বন্দুক নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে আইন পাসের আহ্বান জানান। একই সঙ্গে বন্দুকের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির অতীত ইতিহাস পর্যালোচনা ও প্রাণঘাতী অস্ত্রের অনুমোদন বন্ধেরও আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

universel cardiac hospital

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে শিশুদের ওপর হামলা, ওকলাহোমায় হাসপাতালে হামলা ও নিউইয়র্কের শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রসঙ্গে বাইডেন বলেন, ঈশ্বরের দোহাই, আর কত হত্যাকাণ্ড আমাদের মেনে নিতে হবে?

বাইডেন তাঁর বক্তৃতায় বন্দুক নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা ঠেকাতে কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের ভূমিকার সমালোচনা করেন। তিনি বন্দুক বিলের অনুমতি দিতে রিপাবলিকানদের চাপ দিয়ে বলেন, ‘আমরা মার্কিন নাগরিকদের আবার ব্যর্থ হতে দিতে পারি না।’

শেয়ার করুন