আজ থেকে দেশজুড়ে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকার বুস্টার ডোজ
ফাইল ছবি

আজ ৪ জুন, শনিবার থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপন শুরু হচ্ছে। আগামী ১০ জুন পর্যন্ত সারাদেশে তা চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। ৪ থেকে ১০ জুন—এই সাত দিনের মধ্যে যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। প্রতিদিন সকাল নয়টা থেকে করোনার বুস্টার ডোজের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকা নিতে আসার সময় অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনার টিকার পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

শেয়ার করুন