অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার (৪ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও বলা হয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়াও একই অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলা ‘বিদেশি ভাড়াটেদের’ একটি চৌকিতে আঘাত করেছে। তবে রাশিয়ার দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।