বাড়ছে গ্যাসের দাম, রোববার আসছে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের চুলা
ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে। আগামীকাল রোববার গ্যাসের নতুন দর সংক্রান্ত ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। গ্রাহকদের আবেদন আর বিশেষজ্ঞদের সমালোচনা উপেক্ষা করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বিইআরসি সূত্রে জানা গেছে, গড়ে ২০ শতাংশের মতো বাড়তে পারে দাম। তবে আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ বাড়ছে। বাসাবাড়িতে দুই চুলার বিল ৯৭৫ থেকে বাড়িয়ে করা হতে পারে ১০৮০ টাকা। দাম বাড়ানোর যুক্তি হিসেবে পেট্রোবাংলা বিশ্ববাজারে এলএনজির বাড়তি দামের কথা বলে আসছে। সে কারণে ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব ছিল তাদের। যদিও কারিগরি কমিটি যাচাইবাছাই করে ২০ শতাংশের মতো বাড়ানোর পক্ষে মত দিয়েছিল। সবশেষ করোনার আগে ২০১৯ সালে বাড়ানো হয়েছিল গ্যাসের দাম।

universel cardiac hospital

শেয়ার করুন