তুরস্কে রামস্টেইন ডাস্ট-২ নামে ন্যাটোর একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সোমবার এ ঘোষণা দেন। তুরস্কের কোনিয়া সেনাঘাঁটিতে আগামী ২০ থেকে ২৮ জুন সপ্তাহব্যাপী এ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।
এটি তুরস্কের তৃতীয় বৃহৎ বিমানঘাঁটি। একইসঙ্গে এখানে ঈগল-২০২২ নামে একটি সামরিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে।
এ মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর ৪৫টি যুদ্ধজাহাজ, ৭৫টি যুদ্ধবিমান ও ৭ হাজার সেনা সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে।
তবে এ মহড়ায় ফিনল্যান্ড ও সুইডেনের অংশগ্রহণ মেনে নেবে না বলে জানিয়েছে দেশটি।