কুসিক নির্বাচন: সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

আকম বাহাউদ্দীন বাহার। ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

universel cardiac hospital

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে সদর ও দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ডের সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট নিয়ে প্রার্থীদের নানা শঙ্কার কথা থাকলেও এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। ১০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ৭টি কম ঝুঁকিপূর্ণ এবং ৯টি সাধারণ ভোটকেন্দ্রে হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে নির্দিষ্টসংখ্যক পুলিশ, এপিবিএন, আরআরএফ সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি)।

শেয়ার করুন