ইরাকে ড্রোন হামলায় মোসাদ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের ইরবিলে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি গুপ্তঘাতক ‘কিডন’ নামে পরিচিত মোসাদ কমান্ডার ইলাক রন নিহত হয়েছে।

ইরাক এবং লেবাননের সম্প্রচারিত ইরানি মিডিয়ার সূত্র বিষয়টি জানিয়েছে।

সূত্রগুলি জানিয়েছে, ইরবিলে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোন গুলো লক্ষ্যবস্তুতে আঘাতের পরপরই বিস্ফোরিত হয়।

ঘটনার কয়েক ঘণ্টা পর সূত্রগুলি আরও জানায়, গাড়ি বহরটিতে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল সদস্য ছিল। সেখানে ঘাতক স্কোয়াডের কমান্ডারও ছিল। তাদেরকে লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক ঝুঁকি ও বিমানের উড্ডয়ন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে আসা সংস্থা ইন্টেল স্কাই তাদের টুইটারে বলেছে, ইরবিলে ড্রোন হামলায় মোসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম ইলাক রন।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলের টুইটার বার্তায় বলা হয়, ইরাকি সূত্রগুলোর তথ্যমতে মোসাদের উচ্চপদস্থ কমান্ডার ইলাক রন ড্রোন হামলায় নিহত হয়েছেন।

এ ব্যাপারে এখন পর্যন্ত ইসরাইল, ইরাক বা ইরান কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি ড্রোন হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী। এর আগে কুর্দিস্তানের ইরবিলে মোসাদের ব্যাপক তৎপরতার খবর দিয়েছিল ইরাকের বিভিন্ন সূত্র।

শেয়ার করুন