বৃষ্টি তোমাকে

সাখাওয়াত জাকি

সাখাওয়াত জাকি।
সাখাওয়াত জাকি। ফাইল ছবি

বৃষ্টি আমার খুবই প্রিয়, আসলে সবচেয়ে প্রিয়..
কিন্তু জানো, কখনো কাউকে নিয়ে বৃষ্টিতে ভেজা হলো না !
হলোনা চুমুক একই কাপে; মেঘের মত ধোঁয়ার ঝাঁকে।

বৃষ্টি আমার খুবই প্রিয় – কিন্তু জানো, হয়নি হাঁটা কখনো আমার – কাঁধে হাত রেখে দূর মেঠো পথে।
পথ যেতে যেতে বজ্রপাতের শব্দ হয়নি শোনা
মাটির সাথে পাল্লা দিয়ে বৃষ্টির ফোঁটা গোনা।

universel cardiac hospital

বৃষ্টি আমার আসলেই প্রিয়- কেন জানি কেউ কদম নিয়ে আসেনি বৃষ্টি ভিজে,
কেন জানি কেউ বাদাম ভেঙে তুলে দিলো না নিজে।

বৃষ্টি আমার সত্যিই প্রিয় যেমন প্রিয় আমি
তারচেয়েও হয়তো প্রিয় বৃষ্টিতে ভেজা তুমি।
একদিন তুমি ডাকবে বলে আজও পথ চেয়ে মরি,
তোমার ছাদের রেলিংয়ে দেখো দাড়ঁকাক হয়ে ঘুরি।

চল একদিন ভিজি না হয় – আত্না দুটি খুলে,
প্রেম গুলি সব কদম হয়ে ঝুলুক তোমার চুলে।”

শেয়ার করুন