প্রস্তুতি ম্যাচে মুমিনুলের শূন্য, তামিমের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

মুমিনুল হক
মুমিনুল হক। সংগৃহীত ছবি

নেতৃত্বের চাপমুক্ত হলে রান আসবে মুমিনুলের ব্যাটে – এমনটা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। ওয়েস্ট ইন্ডিজের মাঠে মুমিনুলের ব্যাট হাসবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু যেই লাউ সেই কদু ঘটল। অধিনায়কত্বের চাপমুক্ত হয়েও অফফর্মে রয়ে গেলেন তিনি।

প্রস্তুতি ম্যাচেও শূন্য হাতে ফিরলেন সদ্য নেতৃত্ব হারানো টাইগার ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার রাতে ৬ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি।

universel cardiac hospital

অর্থাৎ টেস্টের সর্বশেষ সাত ইনিংসে দশের নিচে আউট হলেন। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সবশেষ ইনিংসেও শূন্য করেন।

মুমিনুলের ডাক মারার দিনে দারুণ ব্যাটিংশৈলী প্রদর্শন করলেন তামিম। ঢাকা টেস্টে দুই ইনিংসে শূন্য করলেও এবার ক্যারিবীয়দের মাটিতে নিজেকে ফিরে পেয়েছেন বাঁহাতি এই ওপেনার।

চোখ ধাঁধানো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-শান্তর জুটি ১৪০ রানের জুটি গড়েন তামিম। শান্ত ৫৪ করে সাজঘরে ফেরেন।

এরপর ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মুমিনুল (০) আর লিটন দাস (৪) দ্রুত ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে যায় সফরকারীরা।

শেয়ার করুন