নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘ব্যাপক অগ্রগতি’র দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক

নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে চীন ‘ব্যাপক অগ্রগতি’ অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি। তবে চীন কেবল আত্মরক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কখনো নিজে আগে এই অস্ত্র ব্যবহার করবে না বলে তিনি জানান।

আজ রোববার সিঙ্গাপুরে ‘শাংরি-লা ডায়ালগ’ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন। খবর রয়টার্সের।

universel cardiac hospital

চীন দেশটির পূর্বাঞ্চলে ১০০টির বেশি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো (ভূগর্ভস্থ অস্ত্রাগার) নির্মাণ করছে বলে গত বছর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফেঙ্গহি আরও বলেন, দেশের সুরক্ষার জন্য পারমাণবিক সামর্থ্য অর্জনে সব সময় সঠিক পথই অনুসরণ করে আসছে চীন।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের ডিএফ-৪১ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরও উন্নত লঞ্চারসহ বেইজিংয়ে ২০১৯ সালের সামরিক কুচকাওয়াজে পারমাণবিক অস্ত্র প্রদর্শন করা হয়। এসব পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত এবং সেগুলো মোতায়েন রয়েছে।

শেয়ার করুন