একদিনে ১২৮ করোনা রোগী শনাক্ত, ১১৪ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের নতুন ধরন
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে আরও ১২৮ নতুন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১১৪ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত এই ১২৮ জনকে নিয়ে দেশে মোট করোনারোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

তবে গত ২৪ ঘণ্টার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই। ফলে করোনায় এ পর্যন্ত দেশে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার করুন