সেভেরোদোনেৎস্কের আজত প্ল্যান্টে আশ্রয় নেওয়া ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার জন্য (১৫ জুন) বুধবার পর্যন্ত সময় বেধে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ইন্টার ফ্যাক্সের।
১৪ জুন (মঙ্গলবার) ইউক্রেনের কথিত সেনাদের দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সেভেরোদোনেৎস্কে আটকা পড়া বেসামরিকদের নিরাপদে সরিয়ে নিতে আজত প্ল্যান্টে মানবিক করিডোর তৈরি করার ঘোষণাও দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক দিক বিবেচনা করে মানবিক করিডোর তৈরি করে বেসামরিকদের নিরাপদে সরিয়ে অপারেশন পরিচালনা করতে প্রস্তুত আছে রাশিয়ার সেনাবাহিনী এবং লুহানেস্ক পিপলস রিপাবলিক।
বেসামরিকদের বের করার সুযোগ করে দিতে ইউক্রেনই রাশিয়াকে অনুরোধ করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার সেভেরোদোনেৎস্কের সঙ্গে অন্যান্য অঞ্চলের সংযোগকারী তিনটি ব্রিজ ধ্বংস করে দেয় রুশ সেনারা। তারপরেই ইউক্রেন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় সেভেরোদোনেৎস্ক অঞ্চলটি। ফলে সেখানে আটকা পড়া সেনাদের কোনোরকম রসদ পাঠাতে পারছে না ইউক্রেন। সেইসঙ্গে বেসামরিকদেরও নিসরাপদে সরিয়ে আনা সম্ভব হবে না।