কুমিল্লা সিটি নির্বাচন : প্রচারণা শেষ, কাল ভোট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (১৫ জুন)। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও।

এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১০৫টি কেন্দ্রে মক ভোটিং (নমুনা ভোট) হয়েছে।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১০৫টি। নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সোমবার থেকে নগরীতে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৪ হাজার ২৬০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ২২৯টি টিমে পুলিশ সদস্য ২ হাজার ৪৬০ জন, ১২ প্লাটুন বিজিবির ২৪০ সদস্য, র‍্যাবের ২৭টি টিমে ২৫০ জন, ১০৫ কেন্দ্রে ১ হাজার ২৬০ আনসার সদস্য, এপিবিএনের ৯টি গ্রুপে ৫০ জন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

শেয়ার করুন