কুসিক নির্বাচন : একসঙ্গে ভোট দেবেন রিফাত-বাহার-কায়সার, পাশের কেন্দ্রে সাক্কু

কুমিল্লা প্রতিনিধি

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচ জন প্রার্থী। এর মধ্যে দুই প্রার্থী এক কেন্দ্রে ভোট দেবেন, বাকি তিন প্রার্থী নিজ এলাকার ভিন্ন ভিন্ন কেন্দ্রে ভোট দেবেন।

সিটি করপোরেশনের দুই বারের সাবেক মেয়র ও এবার টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

universel cardiac hospital

অপরদিকে, নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন। নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা।

একই সময়ে রিফাতের সঙ্গে ভোট দিতে আসবেন বলে জানিয়েছেন কুসিক নির্বাচনের আলোচিত মুখ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পরিবার নিয়ে আসবেন ভোট দিতে।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার জানান, সকাল ৮টার পর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার পর ভোট দেবেন বলে জানিয়েছেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম জানিয়েছেন, সকাল ১০টায় ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

শেয়ার করুন