২৪ ঘণ্টায় আরও ২৩২ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের নতুন ধরন
ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (১৫ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসটি সংক্রমণ ধরা পড়েছে আরও ২৩২ জনের শরীরে। তাদের নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গেল মার্চের ১৭ তারিখ এক দিনে ২৩৩ জন শনাক্ত হয়েছিল। সেই হিসাবে তিন মাস পর ফের দুইশর বেশি রোগী শনাক্ত হলো।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। আগের দিন এটি ছিল ৩ দশমিক ৫৬ শতাংশ।

শনাক্ত ২৩২ জনের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে দুইজন; চট্টগ্রামে ৫ জন; কক্সবাজারে ৩ জন; ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট, বগুড়ায় ১ জন করে আক্রান্ত হয়েছে।

একইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না থাকার ফলে দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। অন্যদিকে একইসময়ে আরও ৮৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন।

শেয়ার করুন