মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, পৌঁছেছেন ১৫,৭২৪ জন

মত ও পথ ডেস্ক

নুরুল আমিন
নুরুল আমিন। সংগৃহীত ছবি

চলতি বছর এ পর্যন্ত (১৭ জুন রাত ২টা) ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজযাত্রীদের মধ্যে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে দু’জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১২ হাজার ৩৩৯ জন।

universel cardiac hospital

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

মোট ৪২টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নোয়াখালী জেলার নুরুল আমিন (৬৪) ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

এর মধ্যে ১১ জুন BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান জাহাঙ্গীর কবির। ওইদিনই মারা যান তিনি। আর নুরুল আমিন মারা গেছেন গতকাল ১৬ জুন। মক্কা আল-মুকাররমায় মারা যান নুরুল আমিন। তার পাসপোর্ট নম্বর EF0758006।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দার সেবা কার্যক্রমসহ সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, মক্কার মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

শেয়ার করুন