বন্যা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

এস জয়শংকর
এস জয়শংকর। ছবি: রয়টার্স

বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তাতে সহমর্মিতা জানিয়েছে ভারত। একই সঙ্গে বন্যা মোকাবিলা ও এর থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি।

রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম দফার বৈঠকে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

universel cardiac hospital

এসময় জয়শঙ্কর বলেন, আমরা বন্যা ব্যবস্থাপনা নিয়ে তথ্য শেয়ার করছি। বন্যা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের (বাংলাদেশকে) সাহায্য করতে পারি তাহলে খুব খুশি হবো।

নদী সংরক্ষণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫৪টি নদী ভাগাভাগি করি। এসব নদীগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণ আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকারেরও অংশ।

শেয়ার করুন